ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

এনডিটিভি’র শেয়ার কিনলো আদানি গ্রুপ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২৪ আগস্ট ২০২২

ভারতে রাধিকা রায় এবং প্রণয় রায় দ্বারা নির্মিত মিডিয়া চ্যানেল, নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি)-এর একটি বড় অংশের শেয়ার কিনলো গৌতম আদানির ‘আদানি গ্রুপ’।  

মঙ্গলবার (২৩ আগস্ট) আদানি গ্রুপ বলেছে, এটি এনডিটিভিতে ২৯.১৮ শতাংশ পরোক্ষ অংশীদারিত্ব অর্জন করবে। 

জানা যায়, চ্যানেলটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৯৮ সালে স্টার ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বে দেশের প্রথম ২৪*৭ নিউজ চ্যানেল চালু করেছিল।

আদানিরা, যারা শিপিং পোর্ট এবং বিদ্যুৎ সুবিধা থেকে শুরু করে বিমানবন্দর এবং অবকাঠামো পর্যন্ত বিস্তৃত ব্যবসা পরিচালনা করে। এবার তাদের কর্পোরেট ভবনে যুক্ত হতে চলেছে মূলধারার মিডিয়া অপারেশন।

প্রথম ধাপে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এএমএনএল। এরপর আরও ২৬ শতাংশ শেয়ার কিনবে তারা বলে জানা গেছে। এর মাধ্যমে চ্যানেলটির বেশির ভাগ শেয়ারের মালিকানা চলে যাবে আদানি গ্রুপের হাতে।

এনডিটিভি কিনতে আদানি গ্রুপের খরচ হবে ৬১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতে সবচেয়ে জনপ্রিয় খবরের চ্যানেলগুলোর মধ্যে এনডিটিভি অন্যতম।

বর্তমানে এনডিটিভির তিনটি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। এগুলো হলো- এনডিটিভি ২৪x৭, এনডিটিভি ইন্ডিয়া ও এনডিটিভি প্রফিট। 

এর আগে গত মার্চ মাসে ভারতের ডিজিটাল বিজনেস নিউজ প্ল্যাটফর্ম কুইন্টিলিয়নের বেশির ভাগ শেয়ার কিনেছে আদানি গ্রুপ। 

এদিকে, এনডিটিভি’র প্রতিষ্ঠাতা-প্রবর্তক জানিয়েছে, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই শেয়ার কিনছে আদানি গ্রুপ। 
সূত্র : এনডিটিভি, টেলিগ্রাফ
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি